|
প্রিন্টের সময়কালঃ ০৬ মে ২০২৫ ০৭:৩৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ ডিসেম্বর ২০২৪ ০৬:৫৬ অপরাহ্ণ

পুলিশকে ‘টিস্যুর মতো’ ব্যবহার করেছে আওয়ামী সরকার: সারজিস


পুলিশকে ‘টিস্যুর মতো’ ব্যবহার করেছে আওয়ামী সরকার: সারজিস


ঢাকা প্রেস নিউজ
 

আওয়ামী লীগ সরকার পুলিশকে ‌‘টিস্যুর মতো’ ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
 

মঙ্গলবার (১০ ডিসেম্বর), আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নিপীড়িতদের গণজমায়েতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
 

সারজিস বলেন, "আওয়ামী সরকারের আমলে পুলিশকে ব্যবহার করে জনগণের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। নির্বিচারে গুম-খুনের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।"
 

তিনি আরও বলেন, "দল-মত নির্বিশেষে জনগণ যখন ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছে, তখনই শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন। এখনও জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মামলা বাণিজ্যের চেষ্টা চলছে। তবে আমরা এসবকে সফল হতে দেব না।"
 

সারজিসের মতে, জনগণের সমর্থন না থাকলে যেকোনো শাসকের অবস্থা হাসিনার মতো হবে। তিনি বলেন, "ভারতের সঙ্গে আগের মতো অসমতার সম্পর্ক আর নেই। ধর্ম বা জাতির নামে উগ্রবাদী কার্যক্রমের কোনো চেষ্টা আমরা সফল হতে দেব না। সবাই মিলে একযোগে তা প্রতিহত করব। আমরা আর ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ কাউকে দেব না।"


মায়ের ডাক সংগঠনের আয়োজনে এই গণজমায়েতে ভুক্তভোগী পরিবার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি, গুম কমিশন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এবং জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা অংশ নেন।
 

(সংশোধিত ও পুনর্গঠিত লেখাটি আরও পাঠযোগ্য ও গঠনগতভাবে সুশৃঙ্খল করা হয়েছে।)


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫