প্রশিকার বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা প্রেস-নিজস্ব প্রতিনিধি:-
বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বার্ষিক অগ্রগতির প্রতিবেদন (২০২৪-২৫) এবং বার্ষিক উন্নয়ন পরিকল্পনা (২০২৫-২৬) বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরে নওগাঁ শহরের চকবাড়িয়া এলাকার প্রশিকা ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, ঢাকার উপ-প্রধান নির্বাহী মো. আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যবস্থাপক মিজানুর রহমান, জসীম উদ্দীন ও ফরিদ আহম্মদ। কর্মশালার সভাপতিত্ব করেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক জি. আজম।
প্রধান অতিথি মো. আব্দুল হাকিম তার বক্তব্যে বলেন, “দারিদ্র্য বিমোচন ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে প্রশিকা বিগত কয়েক দশক ধরে কাজ করে আসছে। আগামী বছরগুলোতে আরও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে আমাদের কর্মপরিকল্পনায় বাস্তবতার প্রতিফলন থাকতে হবে।”
তিনি আরও বলেন, “প্রশিকার কাজের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ, তাদের ক্ষমতায়ন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন। মাঠপর্যায়ের অভিজ্ঞতাই ভবিষ্যৎ পরিকল্পনার চালিকাশক্তি হবে।”
কর্মশালায় নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা জেলার ২৮টি শাখা অফিসের ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন। তারা মাঠপর্যায়ে বাস্তবায়িত কর্মসূচির অগ্রগতি ও অভিজ্ঞতা উপস্থাপন করেন এবং আগামী অর্থবছরের জন্য উন্নয়ন পরিকল্পনা ও কর্মপন্থা প্রণয়ন করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রশিকার বিভিন্ন প্রকল্প, যেমন ক্ষুদ্রঋণ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি উন্নয়ন ও নারী উদ্যোক্তা কার্যক্রমের সফলতা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যক্রম পরিচালনা করছে। এবারের কর্মশালার মূল লক্ষ্য ছিল, মাঠপর্যায়ে প্রাপ্ত অভিজ্ঞতার আলোকে আগামী বছরের কার্যকর ও বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫