সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন।
আমির হোসেন আমুর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
পূর্বের ঘটনা:
গত ২৯ সেপ্টেম্বর রাতে আমির হোসেন আমু লুকিয়ে আছেন সন্দেহে রাজধানীর বসুন্ধরায় একটি ভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। প্রায় চার ঘণ্টা ভবনটি ঘেরাও করে রাখার পর তাকে না পেয়ে ভাঙচুর চালান বিক্ষুব্ধরা।
১৯৯২ সালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন আমির হোসেন আমু। ২০১৩ সালে ভূমি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে ২০১৪ সালে শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পান।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি এবং বিভিন্ন পর্যায়ের নেতা আত্মগোপনে চলে যান। কেউ কেউ দেশ ছাড়তে সফল হলেও অনেকেই গ্রেপ্তার হচ্ছেন। এর আগে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ আরও অনেককেই গ্রেপ্তার করা হয়েছে।
আমির হোসেন আমুর গ্রেপ্তারকে রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিবেচনা করা যায়। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের অনেক নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে। আমির হোসেন আমুর গ্রেপ্তার এই পরিস্থিতিরই একটি প্রতিফলন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫