বিটিভিতে নতুন মহাপরিচালক: মাহবুবুল আলম

ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক হিসেবে মো. মাহবুবুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।
গত রোববার (২২ সেপ্টেম্বর), জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী, মাহবুবুল আলমকে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করে আগামী দুই বছরের জন্য বিটিভির মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের বিস্তারিত শর্তাবলী অনুমোদিত চুক্তিতে উল্লেখ করা হবে।
এর আগে, আওয়ামী লীগ সরকারের পতনের পর, গত মাসের ১৮ তারিখে বিটিভির মহাপরিচালক ড. জাহাংগীর আলমকে ওএসডি করা হয়। ২০২৩ সালের ৫ জুন, তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকা মো. জাহাংগীর আলমকে আওয়ামী লীগ সরকার বিটিভির মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা।
এদিকে, একই দিনে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে মো. লতিফুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। কবি নজরুল ইনস্টিটিউট আইন অনুযায়ী, তাকে আগামী দুই বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫