ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সহযোগিতা বাড়াতে বেসিস কোরিয়া ডেস্ক চালু করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। ২৯ এপ্রিল, মঙ্গলবার বেসিস অডিটোরিয়ামে desk-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক, তথ্যপ্রযুক্তি বিভাগের যুগ্মসচিব ড. মো. তৈয়বুর রহমান, কোইকা-র কান্ট্রি ডিরেক্টর কিম তায়ইয়োং, কোরিয়ান কমিউনিটি ইন বাংলাদেশ-এর চেয়ারম্যান ইউ ইয়ং ওহ, কেবিসিসিআই সভাপতি শাহাব উদ্দিন খান এবং বেসিস কোরিয়া ডেস্কের চেয়ারম্যান এডওয়ার্ড কিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির।
বক্তব্যে অতিথিরা বলেন, দক্ষিণ কোরিয়ার উদ্ভাবনভিত্তিক অর্থনীতি এবং বাংলাদেশের সম্ভাবনাময় আইসিটি খাত একত্রে কাজ করলে অভাবনীয় সাফল্য অর্জন সম্ভব।
বেসিস কোরিয়া ডেস্কের মাধ্যমে:
কোরিয়ান বাজারে প্রবেশে নীতিগত সহায়তা প্রদান,
কোরিয়ান বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সেমিনার, প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন,
ফ্র্যাঞ্চাইজিং ও যৌথ উদ্যোগের সুযোগ তৈরি,
ব্যবসায়িক লিড ও নেটওয়ার্কিং সেশন শেয়ার,
কোরিয়া ভিত্তিক আইসিটি ইভেন্টে অংশগ্রহণ,
কোইকা, কট্রা ও কোরিয়ান দূতাবাসের সঙ্গে প্রকল্প গ্রহণের সুযোগ সৃষ্টি হবে।
রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক বলেন, "বেসিস কোরিয়া ডেস্ক দুই দেশের তথ্যপ্রযুক্তি খাতে গভীর সহযোগিতার একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।"
আইসিটি বিভাগের যুগ্মসচিব ড. তৈয়বুর রহমান বলেন, “এই প্ল্যাটফর্ম বাংলাদেশকে একটি শক্তিশালী আইটি হাব হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।”
বেসিস কোরিয়া ডেস্কের চেয়ারম্যান এডওয়ার্ড কিম বলেন, "এই উদ্যোগ কৌশলগত অংশীদারিত্ব তৈরি করে উভয় দেশের কোম্পানিগুলোকে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় সক্ষম করে তুলবে।"
বেসিস চেয়ারম্যান রাফেল কবির বলেন, “প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের মধ্য দিয়ে দক্ষতা বৃদ্ধি ও টেকসই অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।”
বেসিস আশাবাদী, এই নতুন ডেস্ক বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতার একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।