|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ ডিসেম্বর ২০২৪ ১১:৫৯ অপরাহ্ণ

মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: ইউএনও’র উদ্যোগে অঙ্গীকারপত্রে স্বাক্ষর


মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: ইউএনও’র উদ্যোগে অঙ্গীকারপত্রে স্বাক্ষর


নিজস্ব প্রতিবেদক:-

 


কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদের চরের পাড় ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপী দাস। অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশগত ক্ষতি, নদী ভাঙনের ঝুঁকি এবং কৃষিজমি,বসতভিটা ধ্বংস হওয়ার শঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়।

 

রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে বালু উত্তোলনের সাথে জড়িতদের ইউএনও’র অফিসে ডেকে আনা হয়। সেখানে তাদের কাছ থেকে লিখিত অঙ্গীকারপত্র নেওয়া হয়, যাতে তারা ভবিষ্যতে আর এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত না হন। এ সময় ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা, মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল, চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আজম, স্থানীয় ছাত্র প্রতিনিধি ও মুক্তিযোদ্ধাসহ অন্যরা।

 

এ বিষয়ে ইউএনও হ্যাপী দাস বলেন, "মেঘনা নদীর পরিবেশ সুরক্ষিত রাখতে এবং কৃষিজমি রক্ষা করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। বালু উত্তোলনের ফলে শুধু নদীর ক্ষতি হয় না, স্থানীয় বাসিন্দাদের জীবন-জীবিকাও হুমকির মুখে পড়ে। আমরা নিশ্চিত করব ভবিষ্যতে যেন এ ধরনের কাজ বন্ধ থাকে।

 

অভিযান ও স্বাক্ষর কার্যক্রম শেষে অভিযুক্তরা প্রতিশ্রুতি দিয়েছেন যে, তারা আর কখনো অবৈধভাবে বালু উত্তোলনে জড়াবেন না।

স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করেছেন এবং মনে করছেন এ ধরনের পদক্ষেপ মেঘনা নদী ও এর আশপাশের এলাকার পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দারা এমন সংবাদ পাওয়ার পর তারা নিজেদের বসতভিটা এবং ফসলি জমি নিয়ে নতুনভাবে স্বপ্ন বুনছে। 

 

মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এমন কার্যকর ব্যবস্থা স্থানীয় জনগণের আস্থা বাড়িয়েছে। এলাকাবাসী আশাবাদী এর মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫