|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ জুলাই ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ

১২ দিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া


১২ দিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১২ দিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। বিএনপির মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন।

 

এর আগে বিকেল সাড়ে ৫টায় হাসপাতাল ত্যাগ করেন খালেদা জিয়া। এ সময় তার গাড়ী বহরের সঙ্গে দলীয় নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে বাসা পর্যন্ত আসেন। গত ২৩ জুন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়নে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তার চিকিৎসা চলছে।

 

গত ২১ জুন মধ্যরাতে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় বিএনপির চেয়ারপারসনকে। দলের পক্ষ থেকে জানানো হয়, ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫