পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করলো বাংলাদেশ ব্যাংক

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে পাসপোর্টে ডলার যুক্ত (এনডোর্সমেন্ট) করতে এখন থেকে ব্যাংকগুলো সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ফি নিতে পারবে। এর বাইরে অতিরিক্ত কোনো ফি, চার্জ বা কমিশন আদায় করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা জারি করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তফসিলি ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা বিক্রির সময় বিভিন্ন হারে এনডোর্সমেন্ট ফি, সার্ভিস চার্জ ও অতিরিক্ত কমিশন নিচ্ছিল, যা গ্রাহকদের ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংগ্রহে নিরুৎসাহিত করছিল।
গ্রাহকদের বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা কেনায় উৎসাহিত করতে এবং অনিয়ম রোধে প্রথমবারের মতো এনডোর্সমেন্ট ফির সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হলো।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫