|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ০৯:১২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ এপ্রিল ২০২৫ ০৪:৩০ অপরাহ্ণ

প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা অনুযায়ী সিদ্ধান্তের প্রস্তাব বিএনপির


প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা অনুযায়ী সিদ্ধান্তের প্রস্তাব বিএনপির


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

বিতর্ক এড়াতে প্রধান বিচারপতি নিয়োগে আপিল বিভাগের জ্যেষ্ঠতম দুই বা তিনজন বিচারপতির মধ্য থেকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এ প্রস্তাব তুলে ধরা হয়। এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
 

তিনি জানান, বিচারব্যবস্থা সংস্কার কমিশন শুধুমাত্র জ্যেষ্ঠতম বিচারপতিকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করলেও, বিএনপি এতে দ্বিমত জানিয়েছে। সালাহউদ্দিন আহমেদ বলেন, “রাষ্ট্রে অতীতে কিছু অসঙ্গতি দেখা গেছে। তাই শুধুমাত্র একটি নির্দিষ্ট নিয়ম চাপিয়ে না দিয়ে বিকল্প রাখার সুযোগ থাকা উচিত। আলোচনা এখনো চলছে, আমাদের প্রস্তাব চূড়ান্তভাবে গৃহীত হয়নি।”
 

তিনি আরও বলেন, “নেসেসিটি মেকস ল”—রাষ্ট্রের নিরাপত্তা সর্বোচ্চ আইন। সেই বিবেচনায় কিছু বিকল্প রাখা প্রয়োজন। নয়তো এমন একজনের হাতে রাষ্ট্রের দায়িত্ব চলে যেতে পারে, যেটা রাষ্ট্রের জন্য কল্যাণকর নাও হতে পারে।
 

প্রধানমন্ত্রীর কর্তৃত্ব ও মেয়াদ নিয়ে ভিন্নমত

সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর নেতৃত্বে নয় বরং সম্মিলিতভাবে পরিচালিত হবে। এ বিষয়ে আপত্তি জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, “এতে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব দুর্বল হয়ে পড়ে। প্রধানমন্ত্রীই সরকারের নির্বাহী প্রধান হওয়া উচিত।”
 

প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত প্রস্তাবেও বিএনপি ভিন্নমত পোষণ করেছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ তিনবার প্রধানমন্ত্রী হতে পারবেন। আর বিএনপির মতে, একজন ব্যক্তি দুইবার দায়িত্ব পালনের পর বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হতে পারবেন।
 

সংসদ নেতা ও দলীয় প্রধানের বিষয়ে মতামত

সালাহউদ্দিন আহমেদ জানান, প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা—এই তিন পদ একই ব্যক্তির হাতে থাকা জরুরি নয়। তবে সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীই সাধারণত সংসদ নেতা হয়ে থাকেন, এবং বাংলাদেশেও এটি প্রথা হিসেবে প্রতিষ্ঠিত। যদিও অন্যান্য দেশে সংসদ নেতা আলাদা হলেও, তাদের নির্বাহী ক্ষমতা থাকে না।
 

তত্ত্বাবধায়ক সরকার এবং স্থানীয় সরকার নিয়ে মতামত

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে ১৪ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাবে বিএনপি একমত। উপদেষ্টা পরিষদ কেবল রুটিন দায়িত্ব পালন করবে—এ বিষয়েও দলটির সম্মতি রয়েছে। প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে, বাকি সদস্যদের মধ্য থেকে একজনকে মনোনীত করার প্রস্তাবেও একমত হয়েছে বিএনপি।
 

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার সুপারিশেও বিএনপি সম্মতি জানিয়েছে।
 

আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে পর্যালোচনামূলক অবস্থান

মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে প্রস্তাবে বিএনপি মোটামুটি একমত হলেও, আরও বিশদ আলোচনার প্রয়োজন আছে বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ। তার মতে, সংবিধানে শৃঙ্খলা বাহিনীর আওতায় শুধু পুলিশ নয়, সশস্ত্র বাহিনীর তিন বিভাগসহ অন্যান্য বাহিনীও পড়ে, তাই সার্বিকভাবে একটি একক বিধান দিলে তা বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি করতে পারে।
 

দ্বিকক্ষের আইনসভা ও রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে মত

বিএনপি দ্বিকক্ষের আইনসভা গঠনের পক্ষে মত দিয়েছে। তাদের প্রস্তাব অনুযায়ী, উচ্চকক্ষের নাম হবে ‘সিনেট’ এবং নিম্নকক্ষ থাকবে ‘জাতীয় সংসদ’ নামে। জাতীয় সংসদের ৪০০ আসনের মধ্যে ১০০ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। তবে সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি নিয়ে ভিন্নমত রয়েছে।
 

রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পক্ষেও বিএনপি মত দিয়েছে। রাষ্ট্রপতির কি কি ক্ষমতা থাকবে এবং কোনগুলো প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া প্রয়োগ করতে পারবেন, সে বিষয়টি বিস্তারিতভাবে নির্ধারণ করার প্রস্তাব তারা রেখেছে। তবে এখনই সে প্রস্তাব খোলাসা করা হয়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫