সাবেক পাটমন্ত্রী গাজীর পিএস গ্রেপ্তার

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-
সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সচিব (পিএস) ফিরোজ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী জোনের কক্স টু ডে হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফিরোজ ভূঁইয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একাধিক মামলার আসামি ছিলেন এবং কিছুদিন ধরে কক্সবাজারে হোটেলে আত্মগোপন করে ছিলেন। পরে পুলিশ হোটেল কক্স টু ডে-তে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এসপি আরও জানান, ফিরোজ ভূঁইয়া সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস হিসেবে দায়িত্ব পালনের সময় বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তাকে কক্সবাজার সদর মডেল থানায় রাখা হয়েছে এবং রূপগঞ্জ থানা পুলিশ এসে তাকে তাদের হস্তান্তর করবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫