|
প্রিন্টের সময়কালঃ ২০ জানুয়ারি ২০২৫ ১২:৪২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ জানুয়ারি ২০২৫ ০৩:০৬ অপরাহ্ণ

গাজীপুরের শ্রীপুরে বসত ঘর থেকে ৮৭ বোতল বিদেশি মদ জব্দ


গাজীপুরের শ্রীপুরে বসত ঘর থেকে ৮৭ বোতল বিদেশি মদ জব্দ


ঢাকা প্রেস,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:-



গাজীপুরের শ্রীপুরে পুলিশের অভিযানে ৮৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় ১৬ লাখ ৭০ হাজার টাকা। গোপন তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী নবী হোসেনের বসত বাড়িতে অভিযান চালিয়ে মদগুলো উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নবী হোসেন ও তার সহযোগী পালিয়ে যায়।

 

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে শ্রীপুর থানার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল। তিনি জানান, শনিবার সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ডের মাওনা চৌরাস্তার কাছে নবী হোসেনের পাঁচতলা ভবনের তৃতীয় তলা থেকে ৮৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
 

মাদক ব্যবসায়ী নবী হোসেন (৬০) কেওয়া পশ্চিম খণ্ডের মৃত মমতাজ উদ্দিনের ছেলে এবং তার সহযোগী সজল (৫০) মাওনা ইউনিয়নের বদনী ভাঙ্গা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে।
 

ওসি মণ্ডল আরও জানান, অভিযানে ৭টি কয়েলের কার্টুনে মদগুলো উদ্ধার করা হয়েছে এবং এর মূল্য ১৬ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।
 

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আফজাল হোসেন খান, উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস, সুরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫