|
প্রিন্টের সময়কালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ ডিসেম্বর ২০২৪ ০৯:১০ অপরাহ্ণ

বিজিবির অভিযানে কুড়িগ্রামে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার


বিজিবির অভিযানে কুড়িগ্রামে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার


ঢাকা প্রেস
মোঃ আবু মুছা, কুড়িগ্রাম সদর প্রতিনিধি:-.

 

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর যাত্রাপুর বিওপির একটি বিশেষ অভিযানে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় মাদকদ্রব্য জব্দ করেছে।

 

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমানের দিক-নির্দেশনায় যাত্রাপুর বিওপির একটি ৪ সদস্যের টহল দল মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চরপার্বতীপুর এলাকায় একটি পরিত্যক্ত কালো পলিথিন ব্যাগ দেখতে পায় টহল দল।

 

তল্লাশি করে ব্যাগটির ভেতর থেকে ৬টি প্লাস্টিক মোড়ানো প্যাকেটে ১,১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩,৪৯,৫০০/- (তিন লক্ষ ঊনপঞ্চাশ হাজার পাঁচশত) টাকা।

 

উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫