বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে শিমুল বিশ্বাসের প্রতিশ্রুতি

ঢাকা প্রেস
পাবনা উত্তর প্রতিনিধি:-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ করে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, "আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে মনে রাখবে এই দেশ। এই শিক্ষার্থীদের হাত ধরেই একটি সোনার বাংলা গড়ে উঠবে।"
শুক্রবার (৩০ আগস্ট) রাতে পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শহীদ মনসুর আলী কলেজের ছাত্র আরিফুল ইসলামের বাড়ি পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শিমুল বিশ্বাস আরও বলেন, "৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে। এরপর আমরা জেল থেকে বের হয়েছি। এই ছাত্রদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমাদের এই মুক্তি।"
তিনি আহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫