|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ মে ২০২৩ ১২:০৫ অপরাহ্ণ

চরকিতে নতুন কোরীয় সিরিজ


চরকিতে নতুন কোরীয় সিরিজ


হাইস্কুলের শিক্ষার্থী ইউন ড্যান-ওহ। মেয়েটি একদিন আবিষ্কার করে, সে আসলে কমিকসের ফ্যান্টাসি জগতে বাস করে! তাকে নিয়েই কিম সাং-হাইওবের সিরিজ ‘এক্সট্রাঅর্ডিনারি ইউ’। 

৪ মে রাত ৮টায় কোরীয় সিরিজটির তিনটি পর্ব চরকিতে মুক্তি পাবে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে প্রতি বৃহস্পতিবার সিরিজটির তিনটি নতুন পর্ব আসবে।


২০১৯ সালে দক্ষিণ কোরিয়ায় মুক্তি পেয়েছিল ‘এক্সট্রাঅর্ডিনারি ইউ’। মূল চরিত্রে অভিনয় করেছেন কিম হাই-ইয়ুন। 

আরও অভিনয় করেছেন রোউন লি, জা-উক লি, না-ইউন, জুং গান-জু, কিম ইয়ং-দাই লি, তাই-রি প্রমুখ। সিরিজটি লিখেছে ইন জি-হে ও সং হা-ইয়ং। 


চিত্রগ্রহণ করেছেন ইউন কওন সু। কমেডি, রোমান্টিক, ফ্যান্টাসি জনরার এ সিরিজের আইএমডিবি রেটিং ৭.৮।

সিরিজটির ফ্যান্টাসি জগৎ, কলেজপড়ুয়া ছাত্র–ছাত্রীদের কাল্পনিক ও অবাস্তব চিন্তা, দর্শকদের এক নতুন অভিজ্ঞতা দেবে। কে পপ–ভক্ত দর্শকদের সিরিজটি বেশ পছন্দ হওয়ার কথা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫