|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ আগu ২০২৪ ০২:৩১ অপরাহ্ণ

নতুন এনবিআর চেয়ারম্যানের হুঁশিয়ারি: অর্থপাচার ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা


নতুন এনবিআর চেয়ারম্যানের হুঁশিয়ারি: অর্থপাচার ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা


ঢাকা প্রেস নিউজ


নবনিযুক্ত এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান হুঁশিয়ারি দিয়েছেন যে, গত ১৫ বছরে আর্থিক খাতে যেসব অনিয়ম ও অর্থপাচার হয়েছে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, এনবিআরের অভ্যন্তরে দুর্নীতির বিরুদ্ধেও শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করা হবে।

 

রোববার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, গণঅভ্যুত্থানের চেতনায় অনুপ্রাণিত হয়ে এনবিআরকে সংস্কার করা হবে। ছোট-বড় সবার বিরুদ্ধে আইন সমানভাবে প্রয়োগ করা হবে।
 

তিনি আরও জানান, ব্যবসা-বাণিজ্য সহজ করার জন্য আইনগুলো আধুনিকায়ন করা হবে। একইসঙ্গে, রাজস্ব আদায়ের কাজে ব্যবসায়ীরা যাতে বাধাগ্রস্ত না হয়, সেদিকেও খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫