মাদারগঞ্জে শিক্ষক দিবস-২৫ উপলক্ষে র্যালী, অবঃ শিক্ষক সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ আলমগীর হোসাইন, জেলা প্রতিনিধি (জামালপুর):-
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা প্রশাসন পৃষ্ঠপোষকতায় এম্পাওয়ারিং চিল্ড্রেন থ্রু এডুকেশন (ইসিই) প্রকল্প, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), কারিগরী সহযোগীতায় সেভ দ্য চিলড্রেন আয়োজনে শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি এ শ্লোগানে শিক্ষক দিবস-২৫ উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী, অবঃ শিক্ষকদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর-২৫ রবিবার সকাল ১১ টায় এক বর্নাঢ্য র্যালী শেষে দুপুরে উপজেলা পরিষদ খরকা হল রুম সভা কক্ষে অবঃ শিক্ষক সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা শিক্ষা অফিসার নূরুল আমিন এর সভাপতিত্বে ইসিই প্রকল্প মাদারগঞ্জ সমন্বয়কারী আবু জ্জোহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ্ মহোদয়।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, তারতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম ও জোড়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান নুরুজ্জামান প্রমূখ।
এসময়ে এম্পাওয়ারিং চিল্ড্রেন থ্রু এডুকেশন (ইসিই) প্রকল্প, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), কারিগরী সহযোগীতায় সেভ দ্য চিলড্রেন এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিভিন্ন স্কুল, মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং অবঃ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অবঃ শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫