জামালপুরে বিএনপি নেতাদের সংঘর্ষ: আহত ২০

ঢাকা প্রেস
জামালপুর প্রতিনিধি:-
জামালপুরে বিএনপির দুই শীর্ষ নেতার সমর্থকদের মধ্যে রোববার বিকেলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্স সভায় প্রবেশের বিষয়কে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়।
জানা যায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনের সমর্থকরা কেন্দ্রীয় নেত্রী নিলুফার চৌধুরী মনির সমর্থকদের সভায় প্রবেশ করতে বাধা দেয়। এরপর দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপসহ সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন এবং ওয়ারেছ আলী মামুনের গাড়ি ভাঙচুর করা হয়।
এ ঘটনায় নিলুফার চৌধুরী মনি অভিযোগ করেছেন যে, ওয়ারেছ আলী মামুন দলকে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, ওয়ারেছ আলী মামুন দাবি করেছেন যে, নিলুফার চৌধুরী মনির সমর্থকরা সভা বানচাল করার চেষ্টা করেছেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, বিএনপির অভ্যন্তরে গভীর দ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে এই ঘটনা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫