চাঁদপুরে ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু, সম্পত্তি বিরোধের জেরে হত্যা

ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মিঠুরকান্দি গ্রামে শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় সংঘটিত এক ভয়াবহ ঘটনায় সম্পত্তি বিরোধের জেরে এক ভাই তার ছোট ভাইকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করেছে।
নিহত শফিকুল ইসলাম বেপারী একই গ্রামের কলিম উল্লাহ বেপারীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, শফিকুলের সাথে তার বড় ভাই আশিক বেপারীর দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধই এক পর্যায়ে ভয়াবহ রূপ নেয় এবং হত্যাকাণ্ডে পরিণত হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, শনিবার রাতে শফিকুলের বাড়িতে তার বড় ভাই আশিকসহ আরো কয়েকজন মিলে হামলা চালায়। তাকে পিটিয়ে এতটাই নির্মমভাবে আহত করা হয় যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন নিহতের ভাই আশিক বেপারীসহ রবি উদ্দিন, আজিজ প্রধান, সিমা, রিনা এবং লিপি আক্তার। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যার মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫