|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ১১:০০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ নভেম্বর ২০২৪ ০৭:১০ অপরাহ্ণ

মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী, জীবিত স্বামীকে দেখিয়েছিলেন মৃত


মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী, জীবিত স্বামীকে দেখিয়েছিলেন মৃত


ঢাকা প্রেস নিউজ

 

সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে কুলসুম বেগমসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে কক্সবাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 

আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে অভিযান চালিয়ে কুলসুম বেগমকে আটক করা হয়। একই সঙ্গে রুহুল আমিন ও শফিকুল ইসলাম নামের দুই যুবককেও আটক করা হয়। বর্তমানে তারা আশুলিয়া থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।
 

এর আগে, গত ২৪ অক্টোবর কুলসুম বেগম ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের দিন ছাত্র-জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে তার স্বামী মো. আল আমিন মিয়া (৩৪) নিহত হয়েছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করা হয়।
 

মামলাটি ৮ নভেম্বর আশুলিয়া থানায় এজাহার হিসেবে গ্রহণ করা হয়। পরে গণমাধ্যমে বিষয়টি প্রচারিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আল আমিনকে জীবিত অবস্থায় সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে উদ্ধার করে।
 

এ ঘটনায় মিথ্যা মামলা দায়েরের অভিযোগে কুলসুম বেগমের সঙ্গে জড়িত আরও দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫