আলজেরিয়ার রাষ্ট্রদূতের আগ্রহ: বাংলাদেশ থেকে নৌকা কিনতে চায়, বিনিয়োগেরও পরিকল্পনা

বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকা ও নৌকা নির্মাণশিল্পে আগ্রহ প্রকাশ করেছে আলজেরিয়া। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি জানিয়েছেন, নেছারাবাদের প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান নৌকার হাট দেখে তিনি মুগ্ধ হয়েছেন। সেই সঙ্গে এখানকার নৌকা কিনতে আগ্রহী বলেও জানান তিনি। ভবিষ্যতে এ খাতে বিনিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছেন রাষ্ট্রদূত।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে তিনি বরগুনার নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানার ভাসমান নৌকারহাট পরিদর্শন করেন। ট্রলারে করে হাট ঘুরে দেখার সময় তিনি স্থানীয় নৌকা নির্মাণশিল্প ও কারিগরদের সঙ্গে কথা বলেন এবং তাদের দক্ষতা ও ঐতিহ্যের প্রশংসা করেন।
পরিদর্শন শেষে তিনি ছারছীনা দরবার শরীফে গিয়ে জুমার নামাজ আদায় করেন। রাষ্ট্রদূতের সফরে তার সঙ্গে ছিলেন নেছারাবাদের সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা এবং নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন।
সফরকালে রাষ্ট্রদূত স্থানীয় প্রশাসন ও জনগণের সঙ্গে মতবিনিময় করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫