নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী পদত্যাগের পর ক্ষমা চাইলেন

নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী কিরি অ্যালান পদত্যাগ করলেন। বেপরোয়া গাড়ি চালিয়েছিলেন তিনি। ওয়েলিংটনে ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে আইন ভেঙেছিলেন খোদ বিচারমন্ত্রী কিরি অ্যালান। আইন ভাঙার জন্য পুলিশ তাকে আটক করে। চারঘণ্টা পরে তিনি ছাড়া পান।
অ্যালান প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্সের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। তারপর তিনি জানিয়েছেন, মানসিক সমস্যায় ভুগছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি এই সময় কিরির পাশে থাকবেন। কিরিকে ক্ষমতাসীন দলে খুবই সম্ভাবনাময় নেতা হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে।
কিরির ক্ষমাপ্রার্থনা
প্রধানমন্ত্রী জানিয়েছেন, সোমবার তিনি অ্যালানকে বলেছেন, মন্ত্রী থাকার মতো উপযুক্ত মানসিক অবস্থায় তিনি নেই। অ্যালান সঙ্গে সঙ্গে পদত্যাগ করেন। তবে তিনি এখন পার্লামেন্টের সদস্য থাকবেন।
অ্যালান জানিয়েছেন, তিনি গোটা ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী। আসলে কয়েক সপ্তাহ ধরে তিনি ব্যক্তিগত বেশ কিছু সমস্যায় পড়েছেন। সেই সমস্যা মেটানোর জন্য তিনি সময় বের করছিলেন।
কিন্তু গাড়ি চালানো নিয়ে যা হয়েছে, তা একেবারেই ঠিক নয়। তিনি নিজের এবং মন্ত্রীসভার অন্য সহকর্মীদের মর্যাদাহানি করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, অ্যালান যা করেছে তা ক্ষমাহীন। কিন্তু সেই সময় তিনি ভয়ংকর মানসিক চাপে ছিলেন।
তিন মাস পর নির্বাচন
আগামী অক্টোবরে নিউজিল্যান্ডে নির্বাচন। তার আগে একের পর এক মন্ত্রী হয় ইস্তফা দিচ্ছেন অথবা তাদের সরিয়ে দেওয়া হচ্ছে।
গত মাসে পরিবহনমন্ত্রী ইস্তফা দিয়েছেন। মে মাসে কাস্টমসমন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়। মার্চে পুলিশমন্ত্রীকেও সরিয়ে দেওয়া হয়েছিল। গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নও পদত্যাগ করেছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫