শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকের ভূমিকা অনন্য — জেলা প্রশাসক আসমা শাহীন

মো.সুরুজ আলী,নাটৌর প্রতিনিধি:-
নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন বলেছেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবক উভয়ের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, “শিক্ষকরাই জাতি গঠনের কারিগর। একজন দক্ষ শিক্ষকই পারে আলোকিত মানুষ তৈরি করতে।” এজন্য শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করে শ্রেণিকক্ষে পদ্ধতিগত ও আন্তরিকতার সঙ্গে পাঠদান করতে হবে।
তিনি আরও বলেন, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে এবং নিয়মিত ফিডব্যাক প্রদান করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম চালু রাখতে হবে, যাতে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের বাইরে জীবনের বাস্তব দক্ষতা অর্জন করতে পারে। পাশাপাশি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারে কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপেরও পরামর্শ দেন তিনি।
অভিভাবকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, “সন্ধ্যায় ছেলে-মেয়েদের পড়ার টেবিলে বসানোর অভ্যাস গড়ে তুলতে হবে, তাদের মাদক ও অসৎ সঙ্গ থেকে দূরে রাখতে হবে। পরিবারের সকলে মিলেই শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ী পরিবেশ তৈরি করতে হবে।”
গত মঙ্গলবার বড়াইগ্রাম উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক, প্রভাষক ইসাহাক আলী, শিক্ষক আলফুর রহমান ও আনিসুর রহমান, সাংবাদিক আলহাজ সাইফুর রহমান এবং কলেজ ছাত্র শাহীন হোসেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আসমা শাহীন উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ৭৭ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫