|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ ডিসেম্বর ২০২৪ ১২:৫৭ অপরাহ্ণ

মাঠ প্রশাসনই প্রকৃত সরকার: প্রধান উপদেষ্টা


মাঠ প্রশাসনই প্রকৃত সরকার: প্রধান উপদেষ্টা


ঢাকা প্রেস নিউজ

 

অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ও কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনের সক্রিয় ভূমিকার ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, "মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার।"
 

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
 

প্রধান উপদেষ্টা বলেন, "২০২৪ সালের অভ্যুত্থানের লক্ষ্য সামনে রেখে কাজ করতে হবে। জনগণ যেন সরকারের কার্যক্রমে পরিবর্তনের স্পষ্ট প্রতিফলন দেখতে পায়।"
 

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে নিরলস কাজ করছে। তাই মাঠ পর্যায়ের প্রশাসনকে বিভিন্ন প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে মনোযোগী হতে হবে।
 

ড. ইউনূস পুলিশ প্রশাসনে যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের কঠোর শাস্তির আওতায় আনার কথা বলেন।
 

এছাড়া, নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা।
 

মতবিনিময় সভায় ঢাকাসহ দেশের সব বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫