|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৬:১৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ নভেম্বর ২০২৪ ১১:৫৮ পূর্বাহ্ণ

দিনাজপুরে শীতের প্রকোপ বাড়ছে, তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস


দিনাজপুরে শীতের প্রকোপ বাড়ছে, তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস


ঢাকা প্রেস,দিনাজপুর প্রতিনিধি:-
 

উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরে শীতের তীব্রতা বাড়ছে। হিমালয়ের সন্নিকটে অবস্থানের কারণে এই অঞ্চলে শীতের প্রভাব তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়। অগ্রহায়ণের শুরু থেকেই দিনাজপুরে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে। ঘন কুয়াশায় ঢাকা মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। অনেক মানুষ শীতের হালকা পোশাক পরে বাইরে বের হচ্ছেন।
 

শনিবার (১৬ নভেম্বর) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
 

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, সকাল ৯টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর আগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতি ঘণ্টায় ২ কিলোমিটার।
 

এদিকে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে, যেখানে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫