|
প্রিন্টের সময়কালঃ ২৭ জানুয়ারি ২০২৬ ০৯:৫০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৬ ০৬:৫৮ অপরাহ্ণ

একটি দল ‘স্বৈরাচারী ভাষায়’ বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে: তারেক রহমান


একটি দল ‘স্বৈরাচারী ভাষায়’ বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে: তারেক রহমান


ময়মনসিংহ প্রতিনিধি:



বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করে বলেছেন, একটি রাজনৈতিক দল ‘স্বৈরাচারী ভাষায়’ প্রতিনিয়ত বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে। তারা বিএনপিকে দুর্নীতির সঙ্গে জড়ানোর অপচেষ্টা চালালেও বাস্তবতা ভিন্ন বলে মন্তব্য করেন তিনি।

 

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।
 

তিনি বলেন, “আমাদেরকে বলা হয় আমরা নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন। অথচ বিএনপি সরকারের সময় তাদেরই দুজন নেতা মন্ত্রিসভায় ছিলেন। আমরা যদি দুর্নীতিগ্রস্ত হতাম, তাহলে তারা তখন পদত্যাগ করলেন না কেন?” তারেক রহমান আরও বলেন, “মূলত রাজনৈতিক জনভিত্তি না থাকায় তারা মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে।”
 

প্রায় ২৫ মিনিটের বক্তব্যে তিনি দেশের বর্তমান রাজনৈতিক সংকট, উন্নয়ন পরিকল্পনা এবং আগামী জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। এ সময় মঞ্চে তার পাশে উপস্থিত ছিলেন ডা. জোবায়দা রহমান।
 

বক্তব্যের শুরুতেই তিনি মানুষের মৌলিক অধিকারের ওপর গুরুত্বারোপ করে বলেন, ভোটের অধিকার নিশ্চিত না হলে মানুষের কথা বলার অধিকারও প্রতিষ্ঠিত হয় না। তিনি দাবি করেন, “গত ১৭ বছর ধরে এ দেশের মানুষ প্রকৃত অর্থে ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে হয়েছে।” দেশের মানুষ একজন যোগ্য অভিভাবক চায়—যিনি সুশিক্ষা নিশ্চিত করবেন এবং বেকারত্ব দূর করবেন—এমন মন্তব্য করেন তিনি।
 

মাছ চাষ হবে শিল্প, কৃষকের হাতে যাবে ‘কৃষি কার্ড’

ময়মনসিংহ ও জামালপুর অঞ্চলের উন্নয়ন ঘাটতির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলে যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা ও কৃষি খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।
 

তিনি ঘোষণা দেন, এ অঞ্চলে মাছ চাষকে শিল্পে রূপান্তর করা হবে, যাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। কৃষকদের উদ্দেশে তিনি জানান, সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দিতে ‘কৃষি কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে মধ্যস্বত্বভোগী ছাড়াই কৃষক সার, বীজ ও কৃষি উপকরণ পাবেন।
 

জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির কথা স্মরণ করে তিনি বলেন, কৃষিতে পানির সংকট দূর করতে খাল পুনর্খনন করা হবে। এ সময় তিনি বলেন, “নির্বাচনের পর আপনারা কোদাল ধরলে আমি আপনাদের সঙ্গে থাকবো।”
 

নারীদের বাদ দিয়ে উন্নয়ন নয়

নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, খালেদা জিয়া মেয়েদের প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। সেই ধারাবাহিকতায় নারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যা প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।
 

তরুণদের উদ্দেশে তিনি বলেন, মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে কর্মসংস্থান অপরিহার্য। এ লক্ষ্যে আইটি খাতে ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তরুণরা ঘরে বসেই আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতে পারে।
 

স্বাস্থ্যসেবা ও ধর্মীয় নেতাদের কল্যাণে পরিকল্পনা

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, জেলা হাসপাতালের ওপর চাপ কমাতে ইউনিয়ন পর্যায়ে পল্লী চিকিৎসকদের মাধ্যমে উন্নত সেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি মা ও শিশুদের জন্য ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
 

ক্ষমতায় এলে ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও সম্মানজনক বেতনের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
 

ভোট পাহারা দেওয়ার আহ্বান

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের বিএনপি প্রার্থীদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “ভোটের দিন তাহাজ্জুতের নামাজ পড়ে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে ফজরের পর ভোটকেন্দ্রে যাবেন। শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না। বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬