ঢাকা প্রেস,পঞ্চগড় প্রতিনিধি:-
উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়ে চলমান মৃদু শৈত্যপ্রবাহে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ছয় দিন ধরে এ অঞ্চলে শীতের প্রকোপ দেখা যাচ্ছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ভোর থেকে এই অঞ্চলে শীতের তীব্রতা থাকলেও দিনের বেলা তা কিছুটা কমে আসে। সরেজমিনে ঘুরে দেখা যায়, গ্রামের দরিদ্র মানুষরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন, যদিও সকালেই রোদের ঝলকানি শুরু হয়। সকাল ৯টার পর থেকে শীতের প্রকোপ কমে যায়, এবং দিনের বেলা তাপমাত্রা বেড়ে যায়।
তবে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তীব্র শীতে বেশি কষ্ট পাচ্ছেন পাথর শ্রমিক, চা শ্রমিক, ভ্যান চালক ও দিনমজুররা। তাদের অভিযোগ, দিনের বেলায় ঠান্ডা কমলেও কাজ করতে গিয়ে কনকনে শীতের মধ্যে থাকতে হয়। বিশেষ করে পাথর শ্রমিকদের নদীর বরফগলা পানিতে নামতে হয়, যার ফলে দিনশেষে জ্বর, সর্দি ও কাশিতে ভুগতে হয়। তাদের জীবিকার তাগিদে প্রতিদিনই এই শীতের মধ্যেই কাজে নামতে বাধ্য হচ্ছেন তারা।
জিতেন্দ্রনাথ রায় আরও জানান, ‘বুধবার সকালে তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, যা আগের দিনের ৯.২ ডিগ্রি থেকে কিছুটা কম। ১৩ ডিসেম্বর তাপমাত্রা ৮.৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল। বাতাসের আর্দ্রতা ৭৭ শতাংশ, আর বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭-৮ কিলোমিটার। মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলেও ভোরে কুয়াশা না থাকায় সূর্য উঠছে। দিনের বেলা তাপমাত্রা ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হচ্ছে।’