সাবেক এমপি হাজী রহিম উল্লাহের ৫ দিনের রিমান্ড

ঢাকা প্রেস
ফেনী প্রতিনিধি:-
টমটম চালক জাফর হত্যা মামলায় সাবেক এমপি হাজী রহিম উল্লাহসহ ৫ জনকে ৫ দিনের রিমান্ডে দিয়েছে আদালত।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগম এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান তানিম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১২ অক্টোবর ঢাকার ধানমন্ডি এলাকা থেকে রহিম উল্লাহকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন তাকে ফেনী সদর আমলি আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টমটম চালক জাফর হত্যা মামলায় রহিম উল্লাহসহ ৫ জনকে আসামি করা হয়েছে।
রহিম উল্লাহ দীর্ঘদিন সৌদি আরবের জিদ্দা প্রবাসী শাখা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
বাদী পক্ষের আইনজীবী ফেনী জজ কোর্টের অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, আদালত সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। তিনি আশা করেন, তদন্ত শেষে দোষীদের শাস্তি হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫