|
প্রিন্টের সময়কালঃ ২৯ এপ্রিল ২০২৫ ০১:১৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ এপ্রিল ২০২৫ ০৫:৪১ অপরাহ্ণ

মামলা হলেই গ্রেপ্তার নয়, তদন্তে দায় প্রমাণিত হলে ব্যবস্থা: আইজিপি


মামলা হলেই গ্রেপ্তার নয়, তদন্তে দায় প্রমাণিত হলে ব্যবস্থা: আইজিপি


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

নিরীহ কাউকে হয়রানি করা যাবে না এবং মামলা দায়ের হলেই গ্রেপ্তারের কোনো বিধান নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, তদন্তে যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে, কেবল তার বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 

আজ দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 

আইজিপি জানান, ৫ আগস্টের ঘটনার পর একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মূল আসামির পাশাপাশি নিরীহ মানুষদেরও মামলায় আসামি করছে। বিষয়টি পুলিশের নজরে রয়েছে। তিনি বলেন, ‘‘কেবলমাত্র তদন্তে দায়ভার প্রমাণিত ব্যক্তির বিরুদ্ধেই ওয়ারেন্ট অব অ্যারেস্ট চাওয়া হবে এবং গ্রেপ্তার কার্যক্রম চালানো হবে।’’
 

মিথ্যা মামলা প্রতিরোধে পুলিশের আইনি সীমাবদ্ধতার কথা তুলে ধরে আইজিপি বলেন, ‘‘কেউ অভিযোগ করলে পুলিশকে তা মামলা হিসেবে রুজু করতে হয়। মামলা সত্য নাকি মিথ্যা, তা প্রাথমিকভাবে যাচাই করার সুযোগ পুলিশের নেই। তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য উদ্ঘাটিত হয় এবং তদন্তের ভিত্তিতে কেবল সত্য অংশটুকু আদালতে উপস্থাপন করা হয়।’’
 

তিনি আরও জানান, ‘‘পাঁচ আগস্টের পর দেখা গেছে, কিছু অসাধু ব্যক্তি অন্যদের কাছ থেকে অর্থ আদায়, ভয়ভীতি প্রদর্শন এবং হয়রানির উদ্দেশ্যে মাত্র পাঁচ-দশজনের অপরাধের সঙ্গে তিন শতাধিক নিরীহ মানুষের নাম জড়িয়ে মামলা করছে। এমন একটি ঘটনার উদাহরণ গতকালও ঘটেছে।’’
 

জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় কতজন পুলিশ কর্মকর্তা গুলি চালানোর নির্দেশ দিয়েছেন—এ বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, পুরো তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।
 

মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি জানান, তদন্ত শেষে যদি প্রমাণিত হয় যে অভিযোগ মিথ্যা, তাহলে বাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫