কুড়িগ্রামে ইয়াবা, গাঁজা ও সিসাসহ মাদক কারবারি গ্রেফতার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নয়ন মিয়া (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) তাকে কুড়িগ্রাম জেলা আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৬ নভেম্বর) রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে নয়ন মিয়াকে আটক করা হয়। তিনি একই গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে।
অভিযান চলাকালীন নয়নের হেফাজত থেকে ৫৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং ৪ প্যাকেট সিসা উদ্ধার করা হয়।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল হেলাল মাহমুদ বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা দৃঢ় অবস্থানে রয়েছি। গোপন তথ্যের ভিত্তিতে নয়ন মিয়াকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।”
এ অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং ভবিষ্যতে আরও জোরদারভাবে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছে পুলিশ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫