চুয়াডাঙ্গায় অজ্ঞাত নারীর অর্ধগলিত বিবস্ত্র মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস,চুয়াডাঙ্গা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার হাজরাহাটি-বোয়ালমারি মাঠে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি-বোয়ালমারি মাঠে পানের বরজের পাশে পড়ে থাকা মরদেহটি প্রথমে স্থানীয় শ্রমিকরা দেখতে পান। পরে তারা দ্রুত চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান ও সিআইডি ক্রাইমসিনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, সকালে ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্তে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫