প্রশ্নফাঁস: নিরাপত্তা কর্মী থেকে কোটিপতি

সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি পিএসসির প্রশ্নফাঁস চক্রের শাহাদৎ হোসেন। তিনি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে কর্মরত। বেতন পান মাত্র ১২ হাজার টাকা। কিন্তু গত কয়েক বছরে তার বিত্তবৈভব বেড়েছে কয়েকশ'গুণ হার মানিয়েছে আলাদিনের চেরাগকেও। মাত্র কয়েক বছরেই শাহাদৎ, তার গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায় ১৩ বিঘা জমি কিনেছেন। পৌরসভা এলাকায় রয়েছে অন্তত ৫০ লাখ টাকা মূল্যের জমি। রাজশাহী ও ঢাকার মিরপুরে আছে আলিশান ফ্ল্যাট। সব মিলিয়ে তার সম্পদের পরিমাণ ১০ কোটি টাকারও বেশি।
সিংড়ার তাজপুর ইউপি চেয়ারম্যান মো. মিনহাজুল ইসলাম বলেন, এলাকায় আমার জানা মতে একটি পুকুর খনন করেছে। মেহের আলির কাছ থেকে ৪ বিঘা জমি কিনেছে। উপশহর এবং সরকার পারায় ৫ শতক করে জায়গা আছে। ঢাকার ইব্রাহিমপুরে তার একটি ফ্ল্যাট আছে। একটি ছোট চাকরি করে সে যে বেতন পায় তাতে অন্য মানুষের পেটের ভাত জোটে না। কিন্তু তিনি সম্পদের পাহাড় গড়েছেন। এই চাকরি করে কোনদিনও এত টাকার সম্পদ করা সম্ভব না
পিএসসির প্রশ্নফাঁস চক্রে চাকরি প্রত্যাশী সংগ্রহের কাজ করতেন শাহাদাৎ। শিক্ষার্থী প্রতি আয় হতো ১ থেকে ৫ লাখ টাকা। আর এই কাজ করছেন বিগত কয়েকবছর ধরে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫