|
প্রিন্টের সময়কালঃ ১৬ জানুয়ারি ২০২৫ ০৩:৫৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ জানুয়ারি ২০২৫ ০১:৫৯ অপরাহ্ণ

ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড


ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড


ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ১৯ জনকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন।

 

সাজাপ্রাপ্তদের মধ্যে আছেন ডেসটিনির পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুনুর রশিদ, প্রধান কার্যালয়ের চেয়ারম্যান মো. হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ গোফরানুল হক, মো. সাইদ-উর রহমান, মেজবাহ উদ্দিন স্বপন, ইঞ্জিনিয়ার শেখ তৈয়েবুর রহমান, গোপাল চন্দ্র বিশ্বাস, সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ সানী, ফারহা দিবা, জামসেদ আরা চৌধুরী, প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর মো. জসিম উদ্দীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সদস্য মো. আবুল কালাম আজাদ, ডায়মন্ড এক্সিকিউটিভ এস এম আহসানুল কবির বিপ্লব, জোবায়ের সোহেল, আব্দুল মান্নান এবং ক্রাউন এক্সিকিউটিভ মোসাদ্দেক আলী খান।
 

কারাবাসের পরিস্থিতি:

  • রফিকুল আমীন, ফারহা দিবা এবং মোহাম্মদ হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন।
  • লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুনুর রশিদ জামিনে আছেন।
  • বাকি ১৫ আসামি পলাতক।

 

২০১২ সালের ৩১ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানীর কলাবাগান থানায় দুটি মামলা দায়ের করে। ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের কর্মকর্তারা গাছ বিক্রির নামে ২ হাজার ২৫৮ কোটি টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে। এর মধ্যে ঋণপত্র (এলসি) হিসেবে ৫৬ কোটি ১৯ লাখ টাকা এবং ২ লাখ ৬ হাজার মার্কিন ডলার পাচার করা হয়।
 

২০১৪ সালের ৪ মে দুদক এক মামলায় ১৯ জন এবং অপর মামলায় ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়।

 

গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বেআইনিভাবে অর্থ পাচারের অভিযোগে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনকে আগেও ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুনুর রশিদসহ ৪৫ জন বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫