কুষ্টিয়ায় নির্মম হত্যাকাণ্ড: ছাত্রের মৃত্যুতে স্বজনদের চিৎকার

ঢাকা প্রেস
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:-
কুষ্টিয়ায় এক কলেজছাত্রকে হত্যার ঘটনায় স্বজনরা শোকে প্রবলভাবে বিহ্বল। নিহত রুবেল হোসেন (২২) কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। মঙ্গলবার রাতে কুষ্টিয়া শহরে তার নিজের মেসে তাকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়।
রুবেলের ছোট ভাই ফিরোজ হোসেন জানায়, তার ভাইকে টাকার জন্য জিম্মি করে হত্যা করা হয়েছে। রুবেল কয়েকদিন ধরেই ল্যাপটপ কেনার জন্য টাকা চেয়ে আসছিল। স্বজনরা তাকে টাকা দিয়েও শেষ পর্যন্ত তার প্রাণ বাঁচাতে পারেনি। ফিরোজ আক্ষেপ করে বলেন, "আমার ভাইকে হাত-পা-মুখ বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ছাদ থেকে ফেলে দিছে ওরা। আমি সুষ্ঠু বিচার চাই। আসামিদের ফাঁসি চাই।"
রুবেলের মা রিপা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, "ল্যাপটপ আমার বেটার জানরে। আমি সাড়ে ৬ হাজার টাকা দিছিরে। যেম্বা (যেভাবে) আমার বেটার জান বাড়ে নিছেরে। আমি সেম্বায়া জান চাইরে। আমি জানের জায়গা জান চাইরে।"
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে। তবে এখনও পর্যন্ত হত্যাকারীদের সনাক্ত করা হয়নি। স্থানীয়রা এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫