ময়মনসিংহে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
![ময়মনসিংহে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ময়মনসিংহে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার](https://dhakapress.com.bd/photo/14476-67505c59bfe0e.png)
ঢাকা প্রেস,ময়মনসিংহ প্রতিনিধি:-
ময়মনসিংহের মাসকান্দা এলাকায় অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৪ ডিসেম্বর) সকালে নগরীর একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- তারাকান্দা উপজেলার তিলাটিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আবদুল কাইয়ুম (৩০) এবং গৌরীপুরের শাহাবাজপুর গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে আমিরুল ইসলাম (৩৫)।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে চার হাজার পিস ইয়াবা, ১ লাখ ৭৫ হাজার টাকা এবং দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
আজ দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আনোয়ার হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, অভিযানের খবর পেয়ে চক্রটির প্রধান পালিয়ে গেছে। তবে তার পরিচয় গোপন রেখে এ পর্যন্ত তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
উপপরিচালক আরও জানান, গ্রেপ্তারকৃতরা টেকনাফ থেকে ইয়াবার চালান এনে ময়মনসিংহে সরবরাহ করত। চক্রটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫