নাটোরে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
আদালত চত্বরে সাংবাদিকদের উপর হামলা ও তথ্য চাওয়ায় ডেভিল হান্টের নামে সিংড়া উপজেলার সমকালের সাংবাদিক আব্দুর রশিদকে গ্রেফতারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে নাটোর জেলায় কর্মরত সকল স্তরের সাংবাদিকবৃন্দ।
বৃহস্পতিবার সকালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা সদর ও জেলার ৭ টি উপজেলায় কর্মরত সাংবাদিকরা এ অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচিতে আদালত চত্বরে সাংবাদিকদের উপর বরখাস্তকৃত এসপি এসএম ফজলুল হকের হামলা ও সিংড়া উপজেলার সমকাল প্রতিনিধি সাংবাদিক আব্দুর রশিদকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি ও ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, সাধারণ সম্পাদক এসএম কামাল হোসেন, সাবেক সভাপতি ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, ইউনিক প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি দেবাশীষ কুমার সরকার, সাধারণ সম্পাদক ও ডেইলি স্টারের জেলা প্রতিনিধি বুলবুল আহম্মেদ, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি আল মামুন, মানবজমিনের জেলা প্রতিনিধি ইসাহাক আলী, বড়াইগ্রাম বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় সাংবাদিকরা বলেন, আদালত চত্বরের হামলার ঘটনায় সাংবাদিকদের দাবিয়ে রাখতেই তথ্য চাওয়ার অপরাধে ডেভিল হান্টের নাটক সাজিয়ে সাংবাদিক আব্দুর রশিদকে আটকের মাধ্যমে জেলায় কর্মরত সাংবাদিকদের কন্ঠরোধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। সিংড়া উপজেলা প্রশাসন তাদের অপকর্ম ঢাকতে উঠেপড়ে লেগেছে। প্রকৃতপক্ষে তারাই বড় ডেভিল হান্ট। আমরা অবিলম্বে সিংড়া উপজেলার ইউএনও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসির) প্রত্যাহার সহ শাস্তি দাবী করছি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫