উত্তর পতেঙ্গায় বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন ইসরাফিল খসরু

ডেস্ক নিউজ:-
চট্টগ্রাম মহানগরীর ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডের হোসেনপাড়া স্টিল মিলস বাজারে (নবী চেয়ারম্যান বিল্ডিংয়ের ২য় তলা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যালয়ের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং চট্টগ্রাম-১১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ইসরাফিল খসরু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক হাজী মুজিবুল হক কোম্পানি, ৪০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মো. হারুন কোং, সাবেক ছাত্রদল নেতা মো. শওকত হাসান, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. লোকমান, সদস্য সচিব মো. মনজুর কাদের এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আমিন।
সভা সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মো. সায়েম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. ফজলুল হক, মো. শফি, মো. ফোরকান, মো. ইউসুফ, মো. খোরশেদ আলম, মো. পারভেজ হোসেন, ইসমাইল, মো. নাছির, আ. মালেক ফারুকী ও জনি প্রমুখ।
একই দিনে ইসরাফিল খসরু বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সদস্য হিসেবে পতেঙ্গা স্বেচ্ছাসেবক দলের প্রয়াত নেতা ও একনিষ্ঠ বিএনপি সমর্থক আলম মুন্নার পরিবারের খোঁজখবর নেন। তিনি মুন্নার বাসায় গিয়ে তাঁর স্ত্রী ও দুই সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য হাজী মুজিবুল হক কোম্পানি, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিবিএর সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, বিএনপি নেতা মো. আবু জাফর, হাজী মো. হারুন কোং, মো. লোকমান, মো. মনজুর কাদের, মো. আমিন, রেজাউল করিম রেজা, মো. জসিম উদ্দিন, মো. ইউসুফ, মো. খোরশেদ আলম, মো. পারভেজ হোসেনসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, তাঁতীদল, কৃষক দল ও জাসাসের নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে ইসরাফিল খসরু আলম মুন্নার দুই সন্তানের পড়াশোনার দায়িত্ব ও পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫