কুড়িগ্রামে নাশকতার চেষ্টায় ২৪ ঘণ্টায় ২০ জন গ্রেফতার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
তথাকথিত লকডাউনের নামে নাশকতার পরিকল্পনা ঠেকাতে কুড়িগ্রাম জেলা পুলিশ টানা বিশেষ অভিযান পরিচালনা করেছে। প্রথম ধাপে ১৩ জন গ্রেফতারের পর, পরবর্তী ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। ফলে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনায় জড়িত মোট ৩৩ জনকে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— নাগেশ্বরীর রামখানা ইউনিয়ন যুবলীগ সদস্য আবু আক্কাস সিদ্দিক দরবেশ (৪৭), সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজির জোসেন (৪২), ফুলবাড়ী ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম (৬২), রাবাইতারী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম (৫২), রাজারহাট চাকিরপশার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মণ্ডল (৫৪), ভূরুঙ্গামারী পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মালেক (৫০), আন্ধারীঝার ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন হোসেন (৩৯), সদর কাঁঠালবাড়ি ইউনিয়ন যুবলীগের সদস্য রেজাউল করিম রতন (৪৫), নাগেশ্বরী পৌর যুবলীগের সভাপতি আ. জব্বার (৪৮), হাসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলম (৪২), রায়গঞ্জ ইউনিয়ন কৃষক লীগের ওয়ার্ড সভাপতি আসাদুজ্জামান বাচ্চু (৫০), জেলা যুবলীগের সদস্য রানু (৩৩) এবং চিলমারী রমনা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ছক্কু মেম্বার।
এছাড়া উলিপুর উপজেলায় টায়ার জ্বালানো, ভাঙচুর ও জনসাধারণের জানমালের ক্ষতির উদ্দেশ্যে প্রস্তুতির সময় আরও সাতজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন— নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক শাখার সহসভাপতি রুদ্র, ছাত্রলীগ কর্মী আশিক, শাহীন আলম সম্রাট, আওয়ামী লীগের হাতিয়া বাঁচাও কমিটির সভাপতি বিএম আব্দুল ওহাব শাহ, ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান নিশান, এবং হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সম্পাদক রাজু মিয়া।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মো. আশরাফুল আলম, পিপিএম জানান, তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা রুখতে জেলা জুড়ে অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ২০ জনসহ মোট ৩৩ জনকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে। জেলার আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে তিনি জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫