মৃত স্ত্রীকে বাইকের পেছনে বেঁধে ফিরছিলেন স্বামী, কারণ জানাজানি হতেই চাঞ্চল্য

অনলাইন ডেস্ক:-
ভারতের নাগপুরে এক মর্মান্তিক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি মোটরসাইকেলের পেছনে মৃত স্ত্রীর মরদেহ বেঁধে নিয়ে যাচ্ছেন।
ঘটনাটি ঘটেছে নাগপুরের লোনারা থেকে মধ্যপ্রদেশের কারানপুর গ্রামের পথে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে অমিত বুমরা যাদব (৩৬) ও তার স্ত্রী জ্ঞ্যায়ার্সি যাদব (৩৫) মোটরসাইকেলে যাচ্ছিলেন। দেওলাপারের কাছে একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে জ্ঞ্যায়ার্সি রাস্তার উপর ছিটকে পড়েন এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। অমিতও দুর্ঘটনায় আহত হন।
অমিত জানান, দুর্ঘটনার পর তিনি সাহায্যের জন্য চিৎকার করলেও প্রবল বর্ষণ ও প্রতিকূল আবহাওয়ার কারণে কেউ থামেনি। বাধ্য হয়ে তিনি স্ত্রীর মরদেহ বাইকের পেছনে বেঁধে লোনারার দিকে রওনা দেন।
এদিকে, হাইওয়ের একটি বনাঞ্চলে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গেলেও সেখান থেকে কাউকে খুঁজে পায়নি। পরে ভাইরাল ভিডিও দেখে অমিতকে শনাক্ত করে পুলিশ। খুমারি টোল প্লাজার কাছে তাকে থামানোর চেষ্টা করা হলেও তিনি চলে যান। অবশেষে ধাওয়া করে তার বাড়িতে পৌঁছে তাকে আটক করা হয়।
নাগপুর গ্রামীণ পুলিশ সুপার হর্ষ এ পোদ্দার জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য নাগপুরের ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সূত্র: এনডিটিভি
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫