সাবেক এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে তদন্তে দুদককে অনুরোধ উপদেষ্টা আসিফের

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
নিজের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুরোধ করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে আসিফ মাহমুদ সজীব লেখেন, মোয়াজ্জেম হোসেনের বিষয়ে গুঞ্জন, গুজব না কি সত্য— তা নিশ্চিত করতে দুদককে অনুসন্ধানের অনুরোধ জানানো হয়েছে। তিনি জানান, ইতোমধ্যে কিছু ভুল তথ্য ছড়ানো হয়েছে এবং মোয়াজ্জেমের পদত্যাগের ঘটনাকে ‘অপসারণ’ হিসেবে প্রচার করা হয়েছে। কোনো অনুসন্ধানী তথ্য বা ব্যক্তিগত সাক্ষ্য ছাড়াই অনুমাননির্ভরভাবে গণমাধ্যমে বিচারপ্রক্রিয়া চালানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আসিফ মাহমুদ আরও উল্লেখ করেন, কিছু সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে তিনি জানতে পেরেছেন, তাদের ওপর নির্দিষ্ট কিছু খবর প্রকাশের জন্য চাপ ছিল। তিনি বলেন, যদি প্রতিবেদনগুলি প্রকৃত তথ্যের ভিত্তিতে হতো, তাহলে সমস্যা ছিল না; কিন্তু তথ্য-উপাত্তহীন মনগড়া বক্তব্য প্রতিষ্ঠার চেষ্টা দৃষ্টিকটু লেগেছে।
পোস্টের শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, দুদকের অনুসন্ধানের মাধ্যমেই প্রকৃত সত্য উদঘাটিত হবে।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল মোয়াজ্জেম হোসেনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয় সরকার এবং এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫