|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ অক্টোবর ২০২৪ ০৫:৩৩ অপরাহ্ণ

বঙ্গভবন ঘেরাও কর্মসূচির জেরে নিরাপত্তা জোরদার


বঙ্গভবন ঘেরাও কর্মসূচির জেরে নিরাপত্তা জোরদার


ঢাকা প্রেস নিউজ


বঙ্গভবন ঘিরে উত্তেজনা ও নিরাপত্তা ব্যবস্থা.............

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বঙ্গভবন ঘেরাও কর্মসূচির জেরে রাজধানীর এই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকেই বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের ভারী উপস্থিতি লক্ষ্য করা যায়।
 

বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যানারে বিক্ষোভকারীরা বঙ্গভবনের সামনে জড়ো হয়ে তাদের দাবি জানিয়েছেন। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা কমিটি এবং 'রক্তিম জুলাই-২০২৪' নামে আরেকটি সংগঠনের কর্মীরা রাষ্ট্রপতির পদত্যাগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিয়েছেন।
 

খবর পাওয়া মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল বঙ্গভবনের দিকে এগিয়ে আসছিল। পুলিশের বাধার মুখে মিছিলটি বঙ্গভবন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে বাধ্য হয়।
 

এই ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমপির যুগ্ম কমিশনার মো. ফারুক হোসেন জানিয়েছেন, অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরাও নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করছে।
 

মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী জানিয়েছেন, বিক্ষোভকারীদের বাধা দেওয়া হয়নি তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক দৃষ্টিতে রয়েছে।
 

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রীর পদত্যাগ গ্রহণের কথা জানান। তবে পরবর্তীতে তিনি এক সাক্ষাৎকারে এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেন।
 

রাষ্ট্রপতির এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং সরকার পতনে নেতৃত্বদানকারীরা রাষ্ট্রপতির বিরুদ্ধেও আন্দোলন শুরু করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫