গাইবান্ধায় বিপুল পরিমাণ গাজাসহ ২ মাদক ব্যবসায়ী র্যাবের হাতে গ্রেফতার

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-
গাইবান্ধায় ৪৩ কেজি গাজাসহ একটি সিএনজি আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় রেজাউল ইসলাম (৪৫) ও সাইদুল ইসলাম ইসলাম (৪৪) নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
২২ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে
এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃত রেজাউল ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা পশ্চিম বালাতা্রি গ্রামের মৃত নজির হোসেনের ছেলে ও সাইদুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার আইর খামার গ্রামের মৃত অছি মামুদের ছেলে।
সংক্ষিপ্ত বিবরনে জানাযায়, ২২ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১৩ এর একটি অভিধানিক টিম গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় সিএনজির ভিতরে থাকা ৪৩ কেজি গাজাসহ গাড়ীটি জব্দ করা হয় এবং সিএনজিতে থাকা ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫