|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ আগu ২০২৪ ০৬:৩৬ অপরাহ্ণ

সারাদেশে পুনরায় চালু হল ৫৩৮টি থানার কার্যক্রম


সারাদেশে পুনরায় চালু হল ৫৩৮টি থানার কার্যক্রম


ঢাকা প্রেস নিউজ


শনিবার (১০ আগস্ট) বিকাল ৫টায় পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারাদেশে ৫৩৮টি থানার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

 

বিস্তারিত জানা যায়, আজ শনিবার বিকাল ৩টা পর্যন্ত সারাদেশের মোট ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টির কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এর মধ্যে রয়েছে ১১০টি মেট্রোপলিটন থানার ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার ৪৫৪টি।
 

উল্লেখ্য, গতকাল শুক্রবার পর্যন্ত মোট ৩৬১টি থানার কার্যক্রম চালু হয়েছিল।

 

শেখ হাসিনার শাসনামলের শেষের দিকে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিবর্ষণের ঘটনায় দেশব্যাপী ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়। এর ফলে অনেক প্রাণহানি ও সম্পত্তি লুটপাটের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে দেশের সকল থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫