|
প্রিন্টের সময়কালঃ ২৭ অক্টোবর ২০২৫ ০৪:৫০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ অক্টোবর ২০২৫ ০২:৫০ অপরাহ্ণ

আমরা কোরআনের আইন সংসদে প্রতিষ্ঠা করতে চাই — ইউসুফ হাকিম সোহেল


আমরা কোরআনের আইন সংসদে প্রতিষ্ঠা করতে চাই — ইউসুফ হাকিম সোহেল


আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-


 

মহান আল্লাহ মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন তাঁর বিধান প্রতিষ্ঠার জন্য। অথচ স্বাধীনতার ৫৪ বছর পরও বাংলাদেশে কোরআন ও সুন্নাহভিত্তিক কোনো আইন কার্যকর হয়নি— এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল।
 

শুক্রবার (২৪ অক্টোবর) বাদ মাগরিব কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শিংহারিয়া কেন্দ্রীয় জামে মসজিদে জামায়াতে ইসলামী যাত্রাপুর ইউনিয়ন শাখা আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
 

ইউসুফ হাকিম সোহেল বলেন, “আমরা কোরআনের আলো সংসদে বাস্তবায়ন করতে চাই। এজন্য আমাদের প্রতিনিধিকে জাতীয় সংসদে পাঠাতে হবে। আজ থেকেই কেন্দ্রভিত্তিক পুরুষ ও মহিলা কর্মী-সমর্থকদের মাঠে নেমে কাজ করতে হবে। জনগণকে কোরআনের আইন সম্পর্কে সচেতন করতে হবে।”
 

তিনি আরও বলেন, “যতদিন চাঁদাবাজি, হত্যা, সন্ত্রাস, সুদ-ঘুষ ও দখলবাজি বন্ধ না হবে, ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
 

অনুষ্ঠানে মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামী আমীর আনম ইলইয়াস হোসাইন বলেন, “আমরা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের দিনের ভোট-রাতের ভোটের পুনরাবৃত্তি দেখতে চাই না। প্রধান উপদেষ্টা যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার ভোটাধিকার নিশ্চিত করে এমন পরিবেশ সৃষ্টি করেন— এটাই আমাদের দাবি।”
 

শিংহারিয়া গ্রামের হাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও ইসমাইল হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউসুফ হাকিম সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর আনম ইলইয়াস হোসাইন, সূরা সদস্য জালাল উদ্দীন, আবু ইউসুফ খান, সৈয়দ তৈয়বুর রহমানসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫