ট্রলি চাপায় নিহত হলো ছোট্ট মুরসালিন

নাটোর প্রতিনিধি:-
নাটোরের লালপুর উপজেলার কাজিপাড়া গ্রামে বাবার ইঞ্জিনচালিত ট্রলির চাকার নিচে পড়ে মুরসালিন হোসেন (৩) নামের এক শিশু প্রাণ হারিয়েছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মুরসালিন ওই গ্রামের পিন্টু মণ্ডলের ছেলে।
পরিবারের সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে পিন্টু মণ্ডল তার ট্রলি নিয়ে বাড়ি ফিরছিলেন। এই সময় শিশুটি ট্রলির শব্দ শুনে বাবাকে দেখার জন্য বাড়ির সামনে আসে এবং ট্রলির চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। তাকে তৎক্ষণাৎ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, তবে সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার সকালে জানাজা শেষে মুরসালিনের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, ঘটনাটির পর বাবার আহাজারি শোনা যায়। পিন্টু মণ্ডল কাঁদতে কাঁদতে বলেন, "আমি এমন একজন হতভাগা বাবা, আমার নিজের ট্রলিতে আমার বুকের ধনের মৃত্যু হলো। এই কষ্ট আমি কোনো দিন ভুলতে পারব না।"
লালপুর থানার (ওসি) নাজমুল হক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫