|
প্রিন্টের সময়কালঃ ০৪ জুলাই ২০২৫ ০৭:১০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ জানুয়ারি ২০২৫ ০২:০০ অপরাহ্ণ

গাইবান্ধা প্রেসক্লাবের কম্বল পেলেন ৩শ দুস্থ মানুষ


গাইবান্ধা প্রেসক্লাবের কম্বল পেলেন ৩শ দুস্থ মানুষ


ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন ,গাইবান্ধা প্রতিনিধি:-

 

গাইবান্ধা প্রেসক্লাব সদস্য সাংবাদিকদের পেশাগত মান ও মর্যাদা উন্নয়নের পাশাপাশি আর্তসামাজিক কর্মকা-ও পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বুধবার ৩শ দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করে। সকাল ১১টায় প্রেসক্লাব চত্বরে কম্বল বিতরণ করেন গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কেএম রেজাউল হক।
 


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, খালেদ হোসেন ও শফিউল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান, কুদ্দস আলম, জাভেদ হোসেন ও মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, ডিবিসি প্রতিনিধি রিকতু প্রসাদ, দৈনিক বাংলা প্রতিনিধি মাছুম বিল্লাহ প্রমুখ।
 

এর আগে প্রেসক্লাব নেতৃবৃন্দ দরিদ্র অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে কম্বলের টোকেন বিতরণ করেন। কম্বল পেয়ে দুস' মানুষজন বলেন, শীতে অনেক কষ্ট করছিলাম। গাইবান্ধা প্রেসক্লাবের কম্বল পেয়ে অনেক উপকৃত হলাম।
 

প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন বলেন, আগামীতেও সাংবাদিকতা পেশাগত মান উন্নয়নের পাশাপাশি সমাজের কল্যাণকর কাজের সাথে গাইবান্ধা প্রেসক্লাব সবসময় নিজেকে সম্পৃক্ত রাখবে। তিনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫