|
প্রিন্টের সময়কালঃ ২১ এপ্রিল ২০২৫ ০৮:১২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ নভেম্বর ২০২৪ ০৮:৪১ অপরাহ্ণ

সত্যের জয় হয়েছে, বিস্ফোরক মামলায় খালাস পেলেন বিএনপি নেতা উজ্জল


সত্যের জয় হয়েছে, বিস্ফোরক মামলায় খালাস পেলেন বিএনপি নেতা উজ্জল


ঢাকা প্রেস
জিহাদ হোসেন, বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):


 

‘রাজনৈতিক, উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন এবং মিথ্যা মামলায় আদালত আজ আমাকে মুক্তি দিয়েছেন। আজ ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সত্যের জয় হয়েছে।’– এমনটাই মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা তাঁতী দল এবং ফতুল্লা ইউনিয়ন বিএনপি ৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল, যিনি ফতুল্লা থানার দায়েরকৃত বিস্ফোরক মামলায় বেকসুর খালাস পেয়েছেন।
 

 

রবিবার (১৭ নভেম্বর) ২০১৩ সালে দায়ের করা বিস্ফোরক আইনের মামলার অভিযোগ গঠন শুনানির দিন ছিল। এই দিনে আসামিপক্ষের আইনজীবী মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন।
 

উভয়পক্ষের শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের মতো কোনো উপাদান না থাকায় সিদ্দিকুর রহমান উজ্জলকে মামলায় দায়মুক্তি প্রদান করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
 

এদিন দুপুরে আসামিপক্ষের আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।
 

এ বিষয়ে বিএনপি নেতা উজ্জল তার প্রতিক্রিয়ায় বলেন, ‘২০১৩ সালে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার হাসিনার আমলে আমার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ ১১ বছর আমি এই মিথ্যা মামলার গ্লানি বয়ে বেড়িয়েছি। জেলে বন্দী থেকেছি, বাড়িঘরে থাকতে পারিনি। আজ আদালত আমাকে মুক্তি দিয়েছে। এটি রাজনৈতিক, উদ্দেশ্যমূলক এবং ভিত্তিহীন একটি মামলা ছিল। আজ ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সত্যের জয় হয়েছে।
 

তিনি আরও বলেন, ‘গেল ১৬ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের অধীনে রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ সমাজের নানা স্তরের মানুষ গায়েবি, মিথ্যা এবং হয়রানিমূলক মামলার শিকার হয়েছে। যদি এসব মামলা থেকে তাদেরও মুক্তি দেওয়া হয়, তবে দেশের জনগণ ও গণতন্ত্র মুক্তি পাবে।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫