|
প্রিন্টের সময়কালঃ ২৭ এপ্রিল ২০২৫ ০৯:৪৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ এপ্রিল ২০২৫ ০৬:২৭ অপরাহ্ণ

সুবিধামতো সময়ে যেকোনো দলে যোগ দিতে পারি: আসিফ মাহমুদ


সুবিধামতো সময়ে যেকোনো দলে যোগ দিতে পারি: আসিফ মাহমুদ


অনলাইন ডেস্ক :-

 

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তিনি। তবে সুবিধামতো সময়ে তিনি যেকোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন।
 

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ এ মন্তব্য করেন।
 

তিনি বলেন, "এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলেই যুক্ত হব। রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলে, আমি নিজের জন্য সেরা বিকল্পই বেছে নেব। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হব—এমন কোনো সিদ্ধান্তও নেই।"
 

জুলাই মাসের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, "এতে মানুষের মধ্যে একটি প্রত্যাশা তৈরি হয়েছে যে, আমরা যেন দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি। তবে এখনো কোনো রাজনৈতিক দলে যুক্ত হওয়ার সিদ্ধান্ত হয়নি। কখন যুক্ত হব, তাও অনিশ্চিত।"
 

নিজের সম্পদের হিসাব জমা না দেওয়ার বিষয়ে তিনি জানান, ছাত্র অবস্থায় আয়কর রিটার্ন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) না থাকায় সম্পদের হিসাব জমা দেননি। তবে আগামী বছর থেকে আয়কর রিটার্ন দাখিল করে সম্পদের হিসাবও জমা দেবেন বলে জানান আসিফ মাহমুদ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫