আটকে রাখা তিনটি পণ্যবাহী জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি
ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-
মিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরের পথে নাফ নদীর মোহনা থেকে ছিনিয়ে নেওয়া তিনটি কার্গো জাহাজ অবশেষে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি।
সোমবার (২০ জানুয়ারি) টেকনাফ স্থলবন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিন দিন আটকে রাখার পর মিয়ানমার থেকে আসা পণ্যবাহী জাহাজগুলো মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে, মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পণ্যবাহী চারটি কার্গো জাহাজ কক্সবাজার জেলার টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে আরাকান আর্মি সেগুলো জিম্মি করে। বৃহস্পতিবার ও শুক্রবার, পর্যায়ক্রমে দুই দিন ধরে চারটি কার্গো জাহাজ আটক করে এ সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। তবে সমঝোতার ভিত্তিতে গত শনিবার একটি কাঠবাহী কার্গো জাহাজ বন্দরে পৌঁছায়। বাকি তিনটি জাহাজ তিন দিন পর মুক্তি দেওয়া হয়।
জানা গেছে, মিয়ানমারে চলমান সংঘাতের মধ্যে আরাকান আর্মি রাখাইন রাজ্যের বড় একটি অংশের নিয়ন্ত্রণ নেয়। এ পরিস্থিতির প্রভাব পড়েছে টেকনাফ স্থলবন্দরের সীমান্ত বাণিজ্যে। বেশ কিছুদিন ধরে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে ইয়াঙ্গুন থেকে আসা সীমিতসংখ্যক পণ্যবাহী কার্গো নাফ নদী হয়ে বন্দরে পৌঁছায়। এসব জাহাজকে ছাড়পত্র নিয়ে আসতে হয়।
বন্দর কর্তৃপক্ষের সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, মুক্তিপ্রাপ্ত জাহাজগুলোতে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কফিসহ প্রায় ৫০ কোটি টাকার পণ্য ছিল।
রাখাইন রাজ্যের সংঘাতের কারণে ভবিষ্যতে সীমান্ত বাণিজ্যে আরও জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫