৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও উঠান বৈঠক শফিউল আলম

ডেস্ক নিউজ:
নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড এর বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম -১১(বন্দর -ইপিজেড,পতেঙ্গা) সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর শফিউল আলম আজ শুক্রবার বাদে জুমা হযরত আলী শাহ (রহ.) এর বাড়ীতে ঊঠান বৈঠকে বক্তব্য রাখেন এবং ওয়ার্ডের পুরাতন সাইট পাড়াস্থ আলী শাহ খামার বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মাদ্রাজী শাহ্ পাড়া, নেভি হাসপাতাল গেট, রেললাইন এলাকায় সাংগঠনিক গণসংযোগ করেন এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট আইনজীবী শিক্ষাবিদ সংগঠক এডভোকেট মোঃ শাহেদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে নেতা মোঃ ওসমান গনি, জামায়াত নেতা শফিউল আলম শফি, মোঃ ইউনুছ , মোঃ আনিসুর রহমান, মোঃ ফখরুল ইসলাম, আব্দুল আহাদ ।
এদিকে জামায়াতের সাংগঠনিক ওয়ার্ডের কমিটি সূত্রে জানিয়েছেন যে, ৩৯ নং ওয়ার্ড সাইট পাড়া ইউনিট এলাকায় ওয়ার্ড আমির ও সেক্রেটারি জেনারেলের নির্দেশ ক্রমে এক গণসংযোগ কর্মসূচি এবং সমর্থক বৈঠক নারিকেল তলাস্থ যৌথ আবাসিক কলোনি রোড এলাকায় সম্পন্ন করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫