|
প্রিন্টের সময়কালঃ ২৯ জুলাই ২০২৫ ০৩:৩১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ জুলাই ২০২৫ ০৫:৩৯ অপরাহ্ণ

পন্ত ছিটকে যাওয়ায় ভারতের টেস্ট দলে প্রথমবার জায়গা পেলেন জগদীশন


পন্ত ছিটকে যাওয়ায় ভারতের টেস্ট দলে প্রথমবার জায়গা পেলেন জগদীশন


স্পোর্টস ডেস্ক:-


 

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পঞ্চম ও শেষ টেস্টে ভারতের স্কোয়াডে জায়গা পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার এন জগদীশন। চোটের কারণে ঋষভ পন্ত সিরিজ থেকে ছিটকে পড়ায় তার পরিবর্তে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন তামিলনাড়ুর এই ক্রিকেটার। ওভাল টেস্ট শুরু হবে বৃহস্পতিবার।
 

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ব্যাটিংয়ের সময় ডান পায়ে আঘাত পান পন্ত। স্ক্যান করে দেখা যায়, তার পায়ে চিড় ধরেছে। সেই চোটের কারণেই তাকে সিরিজের বাইরে চলে যেতে হয়েছে। পন্তের অনুপস্থিতিতে আগের দুটি টেস্টে উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করেন ধ্রুব জুরেল। জগদীশন আপাতত তার ব্যাকআপ হিসেবে দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। ২৯ বছর বয়সী এই ক্রিকেটার ইতোমধ্যে ভিসা পেয়েছেন এবং মঙ্গলবার লন্ডনে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।
 

২০১৬ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফরম্যান্সে নজর কাড়ছেন জগদীশন। এখন পর্যন্ত ৭৯ ইনিংসে ৪৭.৫০ গড়ে করেছেন ৩৩৭৩ রান। তার ঝুলিতে আছে ১০টি সেঞ্চুরি ও ১৪টি হাফসেঞ্চুরি। ২০২৪ সালের জানুয়ারিতে চণ্ডীগড়ের বিপক্ষে ক্যারিয়ার সেরা ৩২১ রানের ইনিংসটি খেলেন তিনি।
 

রঞ্জি ট্রফিতে গত দুই মৌসুমেই তামিলনাড়ুর পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন জগদীশন। ২০২৩-২৪ মৌসুমে ১৩ ইনিংসে করেন ৮১৬ রান, গড় ৭৪.১৮। পরের মৌসুমে, ২০২৪-২৫-এ ১৩ ইনিংসে করেন ৬৭৪ রান, গড় ৫৬.১৬।
 

যদিও ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারত ‘এ’ দলে তার নাম ছিল না, তবে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্স প্রোগ্রামে গত এক বছরে নির্বাচিত খেলোয়াড়দের তালিকায় ছিলেন তিনি। ব্যাটসম্যান হিসেবে বিভিন্ন পজিশনে খেলার দক্ষতাও ইতোমধ্যে প্রমাণ করেছেন জগদীশন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫